একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাতক্ষীরার মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৩ মে) রাতে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে র্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মেজর গালিব হোসেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিজানুর রহমান ওরফে খোড়া মিজান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।।
প্রেসব্রিফিং-এ ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১৩ সালের আগস্ট মাসে কুখ্যাত মাদক চোরাকারবারী খোড়া মিজানকে খুলনার খালিশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর উক্ত মামলায় বিচারকার্য শেষে আদালত আসামী মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালত কর্তৃক রায় ঘোষণার আগে আসামী খোড়া মিজান জামিনে বেরিয়ে এসে দেশেরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ মামলার রায় ঘোষণার পরপরই সে আবারো তার অবস্থান পরিবর্তন করে নড়াইল জেলার কালিয়া থানার প্রত্যন্ত এলাকা চাচুড়ি গ্রামে আশ্রয় নেয়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে বুধবার রাতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এনএম