খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

মাদক জুয়া ভূমিদস্যু ও দেহ ব্যবসায়ীদের গ্রেপ্তারে খুলনা আ.লীগের আহ্বান 

গে‌জেট ডেস্ক

গত কয়েকদিন লক্ষ্য করা যাচ্ছে যে, নগরীতে মাদক, জুয়া, ভূমিদস্যুতা এবং দেহ ব্যবসার কারণে নিরাপত্তাহীনতায় কিশোর কিশোরীরা। এ অবস্থার অবসান ঘটিয়ে মানুষের নিরাপত্তা প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে সরকার গঠনের পরে মাদক, জুয়া, ভূমিদস্যুতা এবং দেহ ব্যবসার উপর কঠোর অবস্থান নেয়ায় এ অঞ্চলের মানুষ অনেক শান্তিতে বসবাস করেছে। কিন্তু নির্বাচন সমাগত হওয়ায় সমাজের ওই সকল অনাকাঙ্খিতরা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।  এরা অনেকের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করার অপচেষ্টা করেছে। বর্তমানে খুলনা মেট্টোপলিটন পুলিশের নতুন কমিশনার আসার পরে ভূমিদস্যু এবং জুয়ার আখড়ায় অভিযান হয়েছে। যেখান থেকে পুলিশ নগদ অর্থসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার,  জুয়াড়ি এবং ভূমিদস্যু গ্রেপ্তার হয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। তবে কেএমপি’র ৮ থানা এলাকায় ট্যারা মোস্তর মতো অনেক ভূমিদস্যু রয়েছে। যারা প্রতিনিয়ত মানুষকে প্রতারিত করছে। অপরদিকে বাড়ির বাজারের টাকা এনে বাচ্চাদের উপোষ রেখে জুয়া খেলে সর্বস্ব হারাচ্ছে। বাচ্চাদের স্কুলের বেতনের টাকা দিয়ে জুয়া খেলছে। বাচ্চার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অথচ বাবা জুয়া খেলে মদ খেয়ে মাতাল হয়ে সংসারে অশান্তির সৃষ্টি করছে। আবার মাদকের ছোবলে যুবক-যুবতী, তরুণ-তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে।

একটি চক্র আছে যারা স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের ব্লাক মেইল করে আবাসিক হোটেলে নিয়ে তাদেরকে দেহ ব্যবসায় বাধ্য করছে। ওই চক্র ছেলে মেয়েদের ভিডিও ফুটেজ ধারণ করে পরবর্তীতে অনৈতিক কাজে বাধ্য করছে। এই সকল চক্রের হাত থেকে সমাজকে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীকে আরো কঠোর হতে হবে।

নেতৃবৃন্দ বলেন, এরা যারাই হোক না কেন অথবা যে দলেরই হোক না কেন। এদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ কোন অন্যায়, অপকর্ম আর অনৈতিক কাজের কখনও সমর্থন করেনি, আগামীতেও করবে না। সুতরাং এদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ এ সকল ভালো কাজের জন্য আইন-শৃংখলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে।

অবিলম্বে খুলনা মেট্টোপলিটন এলাকার এ সকল দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। – খবর বিজ্ঞপ্তি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!