চুয়াডাঙ্গার জীবননগরে সন্ত্রাস,জঙ্গিবাদ ,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান। এ সময় প্রধান অতিথি বলেন, সন্ত্রাস,জঙ্গিবাদ ,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন, সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।মাদক সেবনকারীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে এবং তাদের সকলকে সচেতন করতে হবে। ঠিক তেমনি বাল্যবিবাহ বন্ধ করতে হলে নিজেদের সচেতন হতে এবং অপরকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃহাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক
সেকেন্দার আলী।