বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলায় ৩ নং পুটিঁখালী ইউনিয়নর একটি মাছের ঘের থেকে থেকে ৫ ফুট লম্বা কাল কেউটা সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১জুন) সন্ধ্যা ৬ টায় মোড়লগঞ্জ উপজেলার ৩নং পুঁটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের আলমগীর হাওলাদারের মাছের ঘেরে পেতে রাখা জাল থেকে কাল কেউটা সাপটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটি ৫ ফুট লম্বা ওজন ৩ কেজি।
এলাকাবাসী জানায়, বাড়ির বাহিরে মাছের ঘেরে একটি জালের সাথে কাল কেউটো সাপ জড়িয়ে রয়েছে দেখে এলাকার লোক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি তার স্টেশনের ৩ জন বি,এম কে নিয়ে ওই গ্রামে শনিবার বিকাল ৫ টায় উপস্থিত হন এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। রবিবর (১২ জুন) কাটাখালী টহল ফাড়িতে সাপটি অবমুক্ত করা হয়।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন, খবর পেয়ে আমি সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই। পরে সন্ধ্যার দিকে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে ঘেরের জাল থেকে উদ্ধার করি।
উদ্ধার করা কাল কেটো সাপটি কাটাখালী টহল ফাড়ির বনের ভিতরে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা এএসএম জহির উদ্দিন আঁকন, আব্দুল্লাহ আল সাদিক, মোঃ জসিম, মোহাম্মদ শাহজাহান মোক্তাদির, বি এম মোঃ রাকিব হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, কাটাখালী টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলাম ও বি এম রুবেল, মোঃ সাইফুল ইসলাম(ফিল্ড ফ্যাসিলিটেটর ওয়াইল্ডটিম) ও মোঃ সোহেল হাওলাদার, সহ-ব্যবস্থপনা কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন মোছাল্লি, বাঘবন্ধু সদস্য মোঃ মারুফ হাওলাদার বাবু প্রমুখ।