খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
  চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত : খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
  খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

মাছি তাড়ান ঘরোয়া উপায়ে

গেজেট ডেস্ক

মাছি, ছোট্ট একটি প্রাণি হলেও এটি এক আতঙ্কের নাম। কারণ মাছি শুধু বিরক্তিকরই নয়, এটি বিভিন্ন রোগের বাহকও বটে। কলেরা, টাইফয়েড ও ডায়রিয়ার মতো রোগও ছড়ায় মাছি। বিশেষ করে গরমকালে আম-কাঁঠালের সময় খাবার আশেপাশে ঘুরতে থাকে মাছি, সুযোগ পেলেই খাবারে বসে জীবাণু ছড়ায়। অথচ খাবারের ওপর স্প্রে করতেও পারবেন না, তাহলে উপায়?

কেউ কেউ দিশেহারা হয়ে মাছি তাড়ানোর জন্য বাজারে কীটনাশক খোঁজেন। এসব পোকামাকড়ের ওষুধ মাছি তাড়ানোর জন্য কার্যকর হলেও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আপনি চাইলেই ঘরোয়া উপায়ে মাছি তাড়াতে পারেন ।

তাহলে চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে মাছি তাড়ানোর কিছু কার্যকরী টিপস–

প্রাকৃতিক ফাঁদ
একটি কাঁচের বয়ামে অর্ধেকের কম আপেল সাইডার ভিনেগার দিয়ে তার ওপর একটি কাগজের তৈরি ফানেল বসিয়ে দিন। আপেল সিডার ভিনেগারের ঘ্রাণে মাছি একবার বয়ামে ঢুকলে আর বের হতে পারবে না। ঘরের যেসব জায়গায় মাছির আনাগোনা বেশি সেসব জায়গায় আপনি বয়ামটি রাখতে পারেন।

আপেল, লেবু ও লবঙ্গের ব্যবহার

মাছি দূর করতে আপনি চাইলে আপেলের সঙ্গে কয়েক টুকরো লবঙ্গ ঘরের জানালা বা রান্না ঘরের জানালায় রাখতে পারেন। মাছি লবঙ্গের ঝাঁঝ সহ্য করতে পারে না। তাই ঘরে মাছি ঢুকলেও খুব দ্রুত বের হয়ে যায়। আপনি একইভাবে এখানে আপেলের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে ভালো মানের কিছু লবঙ্গ থেতলে খাবার টেবিলে রাখতে পারেন। এর ফলে মাছি খাবারের আশেপাশেও আসবে না। এছাড়াও মাছি তাড়ানোর জন্য আপনি চাইলে কয়েক ফোঁটা লেবুর রস খাবার টেবিলে ফেলে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিলে দেখবেন, টেবিলে আর মাছি বসছে না।

এসেনসিয়াল অয়েল
এসেনসিয়াল অয়েল শুধু ঘরকে সুরভিত রাখেই না, বরং ঘর থেকে মাছি তাড়াতেও সাহায্য করে। বিশেষ করে ল্যাভেন্ডার, নীলগিরি, সিট্রোনেলা তেল এসব এসেনসিয়াল অয়েল আপনার ঘরে ও রান্নাঘরে স্প্রে করতে পারেন। এরফলে আপনার ঘরে মাছি ঢুকবে না।

কমলা লেবুর খোসা
কমলা লেবু খাওয়ার পর, আমরা সাধারণত খোসা ফেলে দেই। কিন্তু কমলা লেবুর খোসা মাছি তাড়াতে কার্যকরী। আপনি খাবার টেবিলে শুকনো কমলা লেবুর খোসা রেখে দিলে মাছি এর আশেপাশেও আসবে না।

পুদিনাপাতা ও তুলসী পাতার স্প্রে
পুদিনাপাতা ও তুলসী পাতা পিষে পেস্ট করে, পানিতে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে স্প্রে করুন। ঘরের যেসব জায়গায় মাছির উৎপাত বেশি সেখানে এই পুদিনাপাতা ও তুলসী পাতার স্প্রে ব্যবহার করতে পারেন।

পানি ও আদার স্প্রে
ঘরে মাছি তাড়াতে আদা উপকারী। এর জন্য এককাপ পানিতে এক টেবিলে চামচ আদা গুঁড়f মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন।

ফিনাইলের ব্যবহার

মেঝেতে বসে থাকা মাছি তাড়ানোর অন্যতম একটি উপাদান হলো ফিনাইল ক্লিনার। তাই ঘর মোছার সময় এক বালতি পানিতে অল্প ফিনাইল মিশিয়ে সেই পানি দিয়ে ঘর মুছুন। এতে করে ঘরের মেঝেতে আর মাছি বসবে না

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!