মাগুরায় সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নে মিজাপুর গ্রামের বিথি খাতুন (৩০) নামের এক এনজিও কর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত বিথি খাতুন মিজাপুর গ্রামের মো. আবুল বাসারের মেয়ে।
বুধবার (১১ আগস্ট) রাতে শ্রীপুর উপজেলা নাকোল বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. আবুল বাসার জানান, বিথি দেড় বছর হয়েছে শ্রীপুর উপজেলার আরআরএফ নামের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) নাকোল শাখায় চাকরি করছিলেন।
রাতে নাকোল থেকে সহকর্মীর মোটরসাইকেল করে মাগুরায় আসছিলেন। পথিমধ্যে নাকোল বাজার এলাকার কিছু দূর আসলে মটর চালিত ভ্যান গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের ডাক্তার এনামুল কবীর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
ভাবি সুমি খাতুন বলেন, ‘সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে আমরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে এলে চিকিৎসক তাকে ঢাকা নেওয়ার কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘বিথির বাবা একজন কৃষক। অনেক কষ্ট করে ছেলে মেয়েগুলো মানুষ করেছেন।’
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, ‘মটরসাইকেল দুর্ঘটনায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
খুলনা গেজেট/কেএম