খুলনা, বাংলাদেশ | ১২ আশ্বিন, ১৪৩০ | ২৭ সেপ্টেম্বর, ২০২৩

Breaking News

  ডেঙ্গুতে একদিনে ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ১২৩
  বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ, নেই তামিম ইকবাল; বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের পর দল ঘোষণা
  যেভাবেই হোক না কেনো নির্বাচন হতে হবে : নির্বাচন কমিশনার মো. আলমগীর
  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত
  দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

মাগুরায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মাগুরায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পৌনে ৪ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলায় চরচৌগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সকলে কৃষক বলে জানা গেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার চরচৌগাছার সাইক আলীর ছেলে শাহাদাত হোসেন এবং একই এলাকার মিজান ও রাজবাড়ি জেলার দেলুয়া গ্রামের আসমত আলীর ছেলে মোহাম্মাদ আলী।

তিনি বলেন, বিকেল পৌনে ৪ টার দিকে চরচৌগাছায় বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এ সময়ে নিহত তিনজনসহ আরও অনেকে মাঠে আখের আগাছা পরিস্কার করছিলেন। এ সময়ে বজ্রাঘাতে ঘটনাস্থলে শাহাদাতের মৃত্যু হয়। অপর দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দাড়িয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!