খিচুড়ি খেয়ে মাগুরার শালিখা উপজেলার একই পরিবারের আট জন গুরুতর অসুস্থ হয়েছে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বুধবার সকাল ৮টার দিকে শালিখা বাজারে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন একলাস হোসেন (৪৫), তার স্ত্রী আয়েশা বেগম (৩০) মেয়ে সাদিয়া (১৪), ছেলে জুবায়ের (৮), একলাসের ভাই হুসাইন (৩২), তার স্ত্রী তানজিলা (২৫), ছেলে মিরাজ (৮) ও দেড় বছরের ছেলে নিরব।
ভুক্তভোগীর একলাসের বড়ভাই ইকরাম হোসেন মিন্টু বলেন, সকালে আমার বাসায় খিচুড়ি রান্না হয়েছিল। পরিবারের যে আট জন খিচুড়ি খেয়েছে, সবাই বমি করেছে। মাথা ঘোরানোসহ সবাই নিস্তেজ হয়ে পড়ে। এতে পরিবারের মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে আট জনকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম. আব্দুর রশিদ বলেন, খাবারের ভেতরে কোনও বিষাক্ত দ্রব্য থাকতে পারে। বিষক্রিয়ার কারণে এই অবস্থা ঘটতে পারে। ২৪ ঘণ্টা পার না হলে তাদের অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।
খুলনা গেজেট/এনএম