সনাতন ধর্মাবলম্বীদের পূজায় আজ ছিল চতুর্থদিন অর্থাৎ মহানবমী। এক কথায় বলতে গেলে আজকেই পূজার শেষ দিন। আগামীকাল বিজয়া দশমী।
গতকাল মহা অষ্টমীর সন্ধ্যায় বিভিন্ন পূজা প্যান্ডেলে তুমুল ভিড় হয়েছিল। আজ সেই ভিড় আরো কিছুটা বেড়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা জানান, সারাবছর অপেক্ষার পর সনাতন ধর্মাবলম্বী বাঙালি পূজোর এই কয়েকদিন আনন্দ করে। জীবনের সকল দুঃখ যন্ত্রণা ভুলে পূজোর কয়েকদিন সবাই যেন মেতে ওঠে উৎসবের আমেজে।
হিন্দু ধর্মাবলম্বীরা আরও জানান, দূর্গা পূজা একটি ধন্য সময়। মা দূর্গার মঙ্গলভাব আমাদের চারপাশের বিশ্বে প্রবাহিত হোক।
পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮ টি নীল পদ্মে পূজা হয় দেবীদূর্গার। এছাড়া নীলকন্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হচ্ছে আজ।
সংবাদমাধ্যম থেকে জানা যায়, এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মন্ডপে দূর্গাপূজা উদযাপন করা হচ্ছে। গত বছর সারাদেশে পূজামন্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি। ঢাকা মহানগরে মন্ডপের সংখ্যা ২৪১ টি। যা গত বছরের থেকে ৬ টি বেশি।
খুলনা গেজেট/এসজেড