খুলনার জাতীয় পার্টির অফিস দখলের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, প্রধান অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা ও বিশেষ অতিথি ছিলেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা এড. জহিরুল ইসলাম জহির, যশোর জেলা জাপার সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, জিনাইদহ জেলার সভাপতি মোঃ রাশেদ মজুমদার, সাঃ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু।
মহানগর জাপার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা জাপার সাঃ সম্পাদক এম হাদিউজ্জামান, শাহ লায়েক উল্লাহ, ইসমাইল খান টিপু, ওয়াদুদ মোড়ল, এরশাদুজ্জামান ডলার, আল মামুন, আকরামুজ্জামান খান, আঃ রাজ্জাক, এজাজ আহমেদ, মোঃ রাসেল হোসেন, শাহনাজ পারভীন, নজরুল ইসলাম আজাদ, কালা চান, প্রিন্স হোসেন কালু, সাজু, আঃ রব, প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বলেন, ১৯৮৫ সাল থেকে খুলনার জাপার অফিস হিসেবে ডাকবাংলা অফিসকে বুঝানো হয়। সেভাবেই দীর্ঘ দিন ধরে এ অফিসটি জাপার অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি একটি চক্র জাল জালিয়াতির মাধ্যমে অফিসের মালিকানা সেজে তা দখল করার চেষ্টা করছে। তাদের এ চেষ্টা জাপা নেতা-কর্মীরা সফল হতে দেবে না। তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। প্রয়োজন রক্ত দেবে তবুও ডাকবাংলা জাপার অফিস দখল করতে দেয়া হবে না।