শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবীতে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল ৫টায় মহসেন জুটমিলের শ্রমিক ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাটাইকৃত শ্রমিকের গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধের বিষয় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রি-পক্ষিয় বৈঠকে শ্রমিকদের ঈদের পূর্বে ৬ হাজার টাকা করে এবং সকল শ্রমিক কর্মচারীদের পাওনা ১ মাসের ভিতর পরিশোধের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মেনে নিয়ে সকল আন্দোলন স্থগিত করা হয়। জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করায় শ্রমিক কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন।
সভায় আন্দলোনরত শ্রমিক কর্মচারীরা ত্রি পক্ষিয় সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ৯ আগষ্ট রবিবার বেলা ১১টায় শ্রম পরিচালকের দপ্তরে আন্দোলনরত শ্রমিকরা এক বৈঠকে মিলিত হবেন।
শ্রমিক সমাবেশে প্রবীণ শ্রমিক মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মিহির রঞ্জনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, মুক্তি যোদ্ধা ইঞ্জিল কাজী, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, কামাল হোসেন, ইলিয়াজ হোসেন ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।
খুলনা গেজেট/এনএম