খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রম পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।
অবস্থান কর্মসুচি চলাকালিন ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , জাতিয় মুজুরি বোর্ডের সদস্য শহিদুল্লাহ খা , ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও এ্যাজাক্স্রজুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, মাহফুজুর রহমান, আজিজুল ইসলাম ফারাজি, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।
এ সময় পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা সহ নেতৃবৃন্দ বিভাগিয় কল কারখানা পরিদর্শক আরিফুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করেন । কর্মসূচি চলাকালে শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে একত্বতা প্রকাশ করেন এবং শতাধিক শ্রমিকদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন ।
এদিকে মঙ্গলবার মহসেন জুট মিল শ্রমিক কলোনিতে সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ এম কে