মসজিদে নববীতে রাজনৈতিক স্লোগান নিয়ে নীরবতা ভেঙেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনাকে তিনি ‘জন প্রতিক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, এটা ছিল পাকিস্তানি ওইসব রাজনীতিকের পরিণাম। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে আরও বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানি কিছু বিক্ষোভকারী মদিনায় অবস্থিত অতি পবিত্র মসজিদে নববীতে নিয়মনীতি ভঙ্গ করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তার প্রতিনিধিরা এদিন মসজিদে প্রবেশ করেন মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করতে। তারা মসজিদে প্রবেশ করতেই ওই গ্রুপটি তাদের বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এমনকি তারা পাকিস্তান সরকারের এই প্রতিনিধি দলকে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তারা কারো কারো চুল ধরে টানতে থাকেন। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবকে অবমাননা করেন
এ ঘটনায় কমপক্ষে ৫ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বলা হয়েছে তারা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতাকর্মী। পবিত্র মসজিদে নববীতে এমন ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক ও ধর্মীয় গ্রুপগুলো তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু ঘটনার কমপক্ষে ২৪ ঘন্টা পরে এ নিয়ে মুখ খুলেছেন ইমরান খান।
বলেছেন, দেশের ইতিহাসে এমন জন প্রতিক্রিয়া আগে কখনো দেখা যায়নি। তিনি আরও বলেন, আমরা কাউকে বিক্ষোভ করতে বলিনি। জনগণ নিজেরাই বিক্ষোভ করেছেন তাদের বেদনা ও ক্ষোভ থেকে। বর্তমান শাসকদের চ্যালেঞ্জ দিয়ে ইমরান বলেন, আমি চ্যালেঞ্জ দিতে পারি যে, বর্তমান শাসকরা প্রকাশ্যে কোথাও মুখ দেখানোর সক্ষমতা রাখেন না।
ইমরান খান আবারও বলেন, বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকারকে উৎখাত করা হয়েছে। আর বর্তমান সরকার সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়া হয়েছে অনেক কিছু। তা সত্ত্বেও মসজিদে নববীতে যা ঘটেছে তা তাদের কৃতকর্মের ফল।
পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, যখন ওই ঘটনা ঘটে তখন সারাবিশ্বের সব পিটিআই কর্মী ‘শবে দুয়া’ নিয়ে ব্যস্ত ছিলেন। মসজিদে নববীতে দুর্বৃত্তদের উস্কে দেয়ার কথা আমি যেমন চিন্তা করতে পারি না। তেমনি মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর একজন সত্যিকার প্রেমিক হিসেবে এমনটা ভাবতেও পারি না। মহানবীর (স.) জন্য আমার হৃদয়ে যে স্থানটি রাখা আছে, তা আমার প্রমাণ করার প্রয়োজন নেই। ইসলামভীতি নিয়ে সারাবিশ্বে যে প্রচারণা আছে তার বিরুদ্ধে আমি সোচ্চার থেকেছি। আমি বিশ্বাস করি মহানবী (স.)কে ভাল না বাসলে কারো ঈমান পূর্ণতা পায় না।