খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই
ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে ৫ লাখ করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ

মসজিদে অগ্নিকাণ্ডের দায় তিতাস, বিপিডিসি, রাজউক ও মসজিদ কমিটির : হাইকোর্ট

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে তিতাস, বিপিডিসি, রাজউক, মসজিদ কমিটি এই চার সংগঠনেরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসাথে ক্ষতিগ্রস্ত ৩৭ জনের পরিবারকে ৫ লাখ করে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিতাস গ্যাস ক্ষতিপূরণের এই টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

এদিকে, নিহত ও আহতদের পরিবারকে কেনো ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়াও উন্নত দেশে এমন অগ্নিকাণ্ড ঘটলে তিতাসের এমডি, মসজিদের আশপাশের অবৈধ স্থাপনার মালিকদের সাথে সাথে গ্রেপ্তার করা হতো বলেও মন্তব্য করেছেন আদালত। গত সোমবার এ বিষয়ে রিটটি করেন ব্যারিস্টার মারিয়াম খন্দকার ।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৮ জন মারা গেছে। ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে ও বাকিদেরকে তাদের নিজ জেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!