নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় নিহত শ্রমিক নজরুল ইসলাম, গোলাম রসুল ও কলেজ ছাত্র সাইফুল শেখের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার আছরবাদ মশিয়ালী গ্রামবাসীর উদ্যোগে মশিয়ালী এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে শোকসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ সরদার এবং পরিচালনা করেন মোঃ রেজওয়ান রাজা। বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম,আব্দুর রউফ খান খোকন, কাজী আজাদুর রহমান হিরক, আঃ সাত্তার মোল্যা, মোঃ জাকারিয়া রিপন, মনির সিকদার, শেখ কামাল আহম্মেদ, সৈয়দ কিসমত আলী, লিয়াকত মুন্সি, বখতিয়ার মেম্বর, হুমায়ুন মেম্বর, শেখ শাহিনুর রহমান, আব্দুর রব, তবিবুর রহমান, সালাম গাজী, মতিন সরদার, ইমদাদুল মোল্যা, মনিরুল ইসলাম ছোট্ট, আমিরুল সরদার, মীর আব্দুর রউফ, হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মশিয়ালীতে গুলিবিদ্ধ হয়ে ৩জন এবং বিক্ষুব্ধ জনতার হাতে ১জন খুন হয়েছে।
খুলনা গেজেট / এনআইআর