যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার মানুষের মরণফাঁদ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিসহ সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
সভায় আলোচনা স্থান পায় ভবদহের দীর্ঘকাল সমস্যার কারণে যশোর জেলার মণিরামপুর, অভয়নগর ও খুলনা জেলার ডুমুরিয়া-ফুলতলা উপজেলার আওতাধীন বিভিন্ন অঞ্চলে উজান-স্রোতে পলি জমে প্রায় ৪০টি বিলের পানি নিষ্কাশন না হওয়ায় বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এসব এলাকার জনসাধারণ ভবদহের নাম রেখেছে বিষফোঁড়া ও মরণফাঁদ। দীর্ঘকাল ধরে ঘর-বাড়ি ফেলে চলে যাওয়াসহ চরম দূর্ভোগের মধ্যে দিন কাটাতে হয় ভুক্তভোগী মানুষের।
শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য । পাশ্ববর্তী অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন আ’লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ের সভাপতিত্বে ও স্থানীয় হরিদাসকাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও অভয়নগর পৌর সভার সাবেক মেয়র এনামুল হক ফরাজী বাবুল, মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার মল্লিক, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, অভয়নগর উপজেলার সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র বিশ্বাস, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এনএম