খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রার্থী প্রিয়াংকা

গেজেট ডেস্ক

পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে আইনজীবী প্রিয়াংকা ট্রিবেওয়ালকে বেছে নিয়েছে বিজেপি। শুক্রবার এই আসনসহ তিনটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি।

ভবানীপুর উপনির্বাচন ছাড়াও শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন হওয়ার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বর। শমসেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। অপরদিকে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী করেছে সুজিত দাসকে।

ভবানীপুরে বামদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শ্রীজীব বিশ্বাসকে। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই এখন ভবানীপুরে উপনির্বাচন। সেখানে পদত্যাগ করেছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ওই আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি শক্ত প্রার্থী দিয়েছে।

ভবানীপুর বিধানসভার উপ-নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং। এছাড়া ভবানীপুরের আটটি ওয়ার্ডে আটজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের ওপরই দায়িত্ব থাকবে প্রিয়াঙ্কার হয়ে প্রচার চালানোর।

মমতার প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় আইনজীবী হিসেবে লড়েছেন তিনি।

বিধানসভা ভোটে এন্টালি থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেবার তিনি হেরে যান।

২০১৪ সালে বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তার এই যোগদান। তিনি বিজেপি যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তবে শোচনীয় পরাজয় হয় তার। এ কারণে এবার তাকে মনোনায়ন দেওয়া হয়নি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!