বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত দেড়টার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঠিক কী ধরনের অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
তাকে হাসপাতালে ভর্তি করা হবে না কি পরীক্ষা-নিরীক্ষার পর আবার বাসায় ফিরিয়ে নেওয়া হবে সে বিষয়েও কিছু জানা যায়নি এখনও।
রাত সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেছিলেন বিস্তারিত পরে জানাতে পারব।
আর খালেদা জিয়ার একজন চিকিৎসক বলেছিলেন, কিছুটা অসুস্থতার জন্য তাকে বাসায় রাখাটা ঝুঁকিপূর্ণ। পরীক্ষা-নিরীক্ষার পরে বলা যাবে তিনি কতটা অসুস্থ এবং কী করণীয়।
মাসখানেক আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন খালেদা জিয়া।
খুলনা গেজেট/এসজেড