খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
উন্নয়ন প্রকল্প নিয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে মতবিনিময়

মণিরামপুর পাবলিক লাইব্রেরির ভবন ও প্রেসক্লাবের বর্ধিতাংশ নির্মাণে অর্থ বরাদ্দ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর পাবলিক লাইব্রেরির দ্বিতল ভবন নির্মাণে ২৫ লাখ এবং প্রেসক্লাবের বর্ধিতাংশ নির্মাণে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে পাবলিক লাইব্রেরির গৃহীত উন্নয়ন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। আগামী মাসে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, লাইব্রেরি দ্বিতল ভবনে স্বাধীনতা ও বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য রাজনৈতিক, সমাজিকসহ কর্মময় জীবনের উপর প্রকাশিত সকল গ্রন্থের এক সংগ্রহশালা স্থাপন করা হবে। এছাড়া শিশুদের মেধা বিকাশে উপযুক্ত পরিবেশে সাংস্কৃতিক চর্চা ও সাহিত্য চর্চাকারিদের জন্য ভিন্ন কক্ষ থাকবে। লাইব্রেরি লাগোয়া প্রভাতী বিদ্যাপীঠের আগত অভিভাবকদের জন্য লাইব্রেরি চত্ত্বর শেড নির্মাণ করা হবে। তিনি বলেন, লাইব্রেরি হলো জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। সাহিত্য চর্চার মধ্যে দিয়ে একটি জাতির কৃষ্টি-সংস্কৃতি গড়ে উঠে। সাংস্কৃতির সকল কর্মকান্ডের উৎস্য হয়ে উঠবে এ লাইব্রেরি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, আ’লীগ নেতা অজিত ঘোষ, লাইব্রেরির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নূরুল হক, লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক এসএম সিদ্দিক, সাহিত্য সম্পাদক সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান রয়েল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, প্রভাষক সাজেদুর রহমান লিটু, টিএম সাইফুল আলম, প্রকৌশলী আলমগীর হোসেন প্রমুখ।

 

খুলনা গেজেট / সিদ্দিক / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!