যশোরের মণিরামপুরে স্কুল ভ্যান উল্টে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার খেদাপাড়া কিন্ডার গার্ডেন স্কুলের স্কুল ভ্যানটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলো ৫ম শ্রেণির শিক্ষার্থী ইমু, জান্নাতি ফেরদৌস, ৪র্থ শ্রেণির মুনিয়া খাতুন, ৩য় শ্রেণির শিক্ষার্থী সান ও সাদ। তবে, আহতদের সকলেই সুস্থ্য আছে।
জানাযায়, উপজেলার রোহিতা ইউনিয়নে বাল্য বিবাহ বিষয়ক কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে যাচ্ছিলেন ইউএনও সৈয়দ জাকির হাসান। পথিমধ্যে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া কদমতলা মোড়ে স্কুল ভ্যানটি উল্টে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আহত হয়। এসময় তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের উদ্ধার করে তার ব্যবহৃত গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যান। এক পর্যায় ওই শিক্ষার্থীদের চিকিৎসাসহ সার্বিক দেখভাল করেন ইউএনও সৈয়দ জাকির হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান বলেন, ইউএনও স্যার যেটি করেছেন সত্যিই মানবিকতার পরিচয় দিয়েছেন।