যশোরের মণিরামপুরে মোবাইল কিনে না দেয়াসহ শাসনমূলক বকাবকি করায় দাদার উপর অভিমান করে রিয়াজুল ইসলাম (১৭) নামে এক ইটভাঙ্গা শ্রমিক আত্মহত্যা করেছেন। রিয়াজুল উপজেলার সদর ইউনিয়নের জালঝাড়া গ্রামের হজরত আলীর পুত্র। পুলিশ তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, রিয়াজুল সৎ মাসহ দরিদ্র পিতার সংসারে থেকে বিভিন্ন স্থানে গিয়ে ইট ভাঙ্গার শ্রমিকের কাজ করতেন। সে দাদা আব্দুল জলিল গাজীর নিকট মোবাইল কিনে দেয়ার বায়না ধরে। এ ঘটনায় দাদা তাকে ভালভাবে চলাচলসহ শাসনমূলক বকাবকি করেন। এতে দাদার উপর অভিমান করে রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এক পর্যায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার এসআই প্রসেনজিৎ কুমার জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে রিয়াজুলের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
খুলনা গেজেট/ টি আই