খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

মণিরামপুরে জোড়া খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা ৭ দিন অতিবাহিত হলেও কেউ গ্রেফতার হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব বললেন, এখনও পর্যন্ত উক্ত হত্যাকান্ডের কোন ক্লু-পাওয়া যায়নি। তবে, জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জোড়া খুনের মোটিভ উদঘাটনসহ প্রকৃত খুনিদের চিহ্নিত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন-শৃংঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

উল্লেখ্য, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গত ১৫ অক্টোবর সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া জয়ন্তা গ্রামের স্যাটেলাইট ক্যাবল লাইনের কর্মী বাদল হোসেন (২৪) ও একই গ্রামের আহাদ আলী (২৫) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ জোড়া খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বাদলের নতুন সুজকি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন উদ্ধারসহ তাদের লাশ থানায় এনে মর্গে প্রেরণ করে। ঘটনার পরের দিন ১৬ অক্টোবর নিহত বাদলের মা প্রবাসী আক্তার গাজীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মণিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!