খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

ভোল পাল্টিয়ে দল ত্যাগ করলেন আ’লীগ নেতা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে অবশেষে ভোল পাল্টিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। এদিকে খোলস পাল্টানো এ নেতার তার দল ত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্যের ঝড় বইছে। তিনি কখন জাতীয় পার্টির নেতা, কখনও বা আওয়ামী লীগ নেতা। অবশেষে এখন তার স্থান হবে কোথায়? জনমনে এ নিয়ে নানা প্রশ্ন।

তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি পত্রের কপি পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে সোমনাথ দে বলেন, শারিরীক নানা জটিলতাসহ ব্যক্তিগত প্রয়োজনে তিনি আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডাকযোগে তার পদত্যাগ পত্রের আবেদনটি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর পাঠিয়েছেন বলে তিনি জানান।

সোমনাথ দে জাতীয় পার্টি করতেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ও মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। ২০১৯ সালের শেষের দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২২-২০২৩ সালে গঠিত উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তিনি ৩ নং সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!