সাতক্ষীরার ভোমরা সীমাস্ত থেকে ২০ ভরি ওজনের ২টি স্বর্ণের বারসহ এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি। ভারতে পাচারকালে বুধবার দুপুরে ভোমরার সীমান্তের মেইন পিলার ৩ এর সাব পিলার ১ হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী জাহাঙ্গীর এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এই সোনাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চোরাচালানীর নাম মোঃ ইয়াসিন গাজী (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষীদাড়ী গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্ত ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা বেলা সোয়া ১টার দিকে লক্ষীদাড়ী সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্তের মেইন পিলার ৩ এর সাব পিলার ১ হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী জাহাঙ্গীরের বাড়ীর সামনে পাঁকা রাস্তার থেকে ভারতে পাচারকালে ২৩৩.২৮০ মিলি গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ মোঃ ইয়াসিন গাজীকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য ১৩ লাখ ৮১ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি,জি, একজন আসামীসহ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার করা হয়েছে।
তিনি আরো বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
খুলনা গেজেট/কেএম