খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের নির্বাচন ২৬ মে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের নিজস্ব ভবন কার্যালয়ে অনুষ্ঠিত এডহক কমিটির এক বিশেষ নির্বাচনী সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসএম মাকসুদ খানের সঞ্চালনায় বিশেষ নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, এইচ এম আরাফাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, সাবেক এডহক কমিটির আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন, দিপঙ্কর ঘোষ, রবিউল ইসলাম গাজী, শাহানুর ইসলাম শাহিন, আক্তার হোসেন (পানি ডাক্তার), জাকির হোসেন মন্টু, আবু মুসা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও সিএন্ডএফ এজেন্ট গোলাম ফারুক বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৬ মে নির্বাচনের দিন ধার্য্য করা হয়। শান্তিপূর্ন পরিবেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে মেসার্স শামীম ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আশরাফুর ইসলামকে নির্বাচন কমিশনার, মেসার্স জবা এন্ড ব্রাদার্সের মোঃ জালালউদ্দীন আকবরকে সদস্য সচিব এবং মেসার্স শাওন এন্টারপ্রাইজের এসএম আব্দুস সালামকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

এছাড়া খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এবং সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন সম্পাদন করা হবে বলে খুলনা রেজিঃ অব ট্রেড ইউনিয়নস ও পরিচালক মোহাম্মাদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক স্মারকপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!