খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
কোটি কোটি টাকার ক্ষতির মুখে আমদানিকারকরা

ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় পচনের মুখে ১৬৫ ট্রাক পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় দাড়িয়ে রয়েছে ব্যবসায়ীদের পূর্বে এলসি করা ১৬৫টি পেঁয়াজের ট্রাক। কোন পূর্ব ঘোষণা ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর থেকে হঠাৎ করে রফতানি বন্ধ করে দেয়ায় পেঁয়াজ ভর্তি এসব ট্রাক বাংলাদেশে ঢুকতে পারেনি। গত চারদিন ধরে আটকে থাকায় পচনের মুখে পড়ছে বিপুল পরিমাণ এ পেঁয়াজ। ফলে মোটা অংকের আর্থিক ক্ষতির আশংকায় রয়েছেন আমদানিকারকরা।

এদিকে ভারতীয় ব্যবসায়ীরা রফতানি বন্ধ করে দেয়ায় বৃহস্পতিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি কোন পেঁয়াজের ট্রাক। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় চারদিন ধরে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। ফলে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় আটকা পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পেঁয়াজ। প্রতি ট্রাক পেঁয়াজের মূল্য প্রায় ১০ লাখ টাকা। গত ১৪ সেপ্টেম্বর থেকে এসব ট্রাক ভারতে আটকে থাকায় এখন পচনের মুখে পড়ছে বিপুল পরিমাণ এই পেঁয়াজ। কবে নাগাদ এসব পেঁয়াজ ভর্তি ট্রাক দেশে প্রবেশ করবে তার সঠিক দিনক্ষণও জানতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে মোটা অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত সোমবার থেকে হঠাৎ করেই ভারতীয় কর্তৃপক্ষ কোন কিছু না জানিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। এর ফলে গত চারদিন যাবত ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কোন পেঁয়াজবাহি ট্রাক প্রবেশ করছে না। ভারতের ঘোজাডাঙ্গায় প্রায় ১৬৫টি পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে রয়েছে। কিন্তু ওই ঘোষণার আগেই ১৬৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে এলসি করা ছিল ভোমরা বন্দরের ব্যবসায়ীদের। এসব পেঁয়াজের ট্রাক গুলোর ডকুমেন্ট পাস করা রয়েছে। জেনেছি আগের এলসি করা পেঁয়াজের ট্রাকগুলো তারা ছেড়ে দেবে। তবে এখনও পর্যন্ত ছাড়েনি বা কোনো সুরহা হয়নি। তাছাড়া ভারতের পেঁয়াজ রফতানি মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান ন্যাপেট ৩০০ ডলারের পরিবর্তে নতুন করে প্রতিটন পেঁয়াজের রফতানি মূল্য নির্ধারণ করেছে ৭০০ ডলার। ভারতীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই পূর্বের এলসিকৃত এসব পেঁয়াজবাহি ট্রাক যেকোন সময় ভোমরা বন্দরে প্রবেশ করবে। তবে সময় বেশি গড়ালে পেঁয়াজ পচে যাবে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে (গত ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) ৫৩৩ টি ট্রাক যোগে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন। তবে গত ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কোন ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধ থাকায় বাংলাদেশের পেঁয়াজ ব্যাবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে টাস্ক ফোর্সের অভিযান। প্রশাসনের অভিযান অব্যহত থাকায় গত কয়েকদিন ধরে সাতক্ষীরায় পেঁয়াজের বাজার স্থিতিশিল রয়েছে। জেলার খুচরা বাজারে বর্তমানে দেশী পেঁয়াজ ৭৫ টাকা ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘বৃহস্পতিবার ভোমরা স্থলবন্দরে জেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজ আমদানীকারক, ডিলার, পেঁয়াজ ব্যবসায়ী এবং গোডাউন মালিকদের দ্রুততার সাথে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজয় রাখা এবং মূল্য বৃদ্ধি রোধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে ৬টি মামলায় ৬জন ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!