খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সিলেট-সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২১
  ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত করা হবে : পরিবেশ উপদেষ্টা
  সরকার ফ্রান্সের কাছ থেকে ১১টি এয়ারবাস কিনবে না; হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
  হাসিনা পুত্র জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
যশোরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, যশোর

আওয়ামী লীগ সরকারের অধিনে উপজেলাসহ সকল নির্বাচন বর্জন করার জন্য বিএনপি নেতৃবৃন্দ জনগনের প্রতি আহবান জানিয়েছেন। এ লক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ নেতৃবৃন্দ শনিবার (১৮মে) যশোর শহরে লিফলেট বিতরণ করেছেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা দুদু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্রের সপক্ষে কাজ করার জন্য বিএনপি আওয়ামী লীগ সরকারের অধিনে সকল নির্বাচন বর্জন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোট বর্জনের সিদ্ধান্তের প্রতি জনগণ আকুণ্ঠ সমর্থন দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে কেউ নির্বাচনে অংশ গ্রহণ করছেন না। কিছু লোক বিএনপির নাম ব্যবহার করছে। তিনি বলেন, এ সরকার এবং নির্বাচন কমিশনারের অধীনে কোন নির্বাচনে না যাওয়া জন্য বিএনপি চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা নির্বাচন বর্জনে জনমত গঠনের লক্ষ্যে এদিন জেলা বিএনপি আয়োজিত প্রচারপত্র বিতরণকালে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। শহরের দড়াটানা মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে এইচএমএম রোডে গিয়ে শেষ হয়।

শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকার এবং প্রশাসন ভোট, রাজনীতি ও জনগণের দাবি পদদলিত করেছে। তাদের মধ্যে ন্যুনতম মুক্তিযুদ্ধের চেতনা বোধ এবং শহীদদের প্রতি যদি সম্মান থাকতো, তাহলে সকল রাজনৈতিক দলকে কাছে এনে আলোচনার মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিতো। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানান। একইসাথে এ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট উত্তরণ এবং জনগণের আশা বাস্তবায়নের কথা বলেন।

তিনি বলেন, বিএনপির লক্ষ্য এ সরকারের পদত্যাগ এবং তত্ত্ববধায়ক সরকার অধীনে জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। এ সিদ্ধান্তের বাইরে দলের যে পর্যায়ের নেতা হোক না কেন, নির্বাচনে গেলে তার প্রাথমিক সদস্য পদ বাতিল হবে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!