খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

ভোটের মাঠে নামার ঘোষণা নকুল কুমারের

বিনোদন ডেস্ক

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার গানে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সম্প্রীতির বার্তা। এবার এই শিল্পীই জনসেবায় নেমেছেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নকুল নিজেই।

তার কথায়, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। যাচ্ছেন মানুষের কাছে। তবে কোন দলের প্রার্থী হবেন, তা এখনও নিশ্চিত করেননি এই শিল্পী।

নকুল জানান, তার পূর্বসূরী হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি)।

এদিকে মঙ্গলবার ফেসবুকে নকুল তার দীর্ঘ কবিতায় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। চেয়েছেন পরামর্শও। কবিতায় তিনি লেখেন,

নির্বাচনী প্রচারণা শুরু

স্বতন্ত্র প্রার্থী হবো নাকি কোনো দলীয় প্রতীক চাইব?

নাকি ও পথে হাঁটব না?

কমেন্ট করে জানাবেন প্লিজ।

ছোট্ট বেলা শুনেছিলাম, বাবা-দাদার কাছে

উজিরপুরে আমরা বংশের বড় অংশ আছে

বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন

অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন

আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার

এমন সৎ নীতিবান নেতা জন্মাবে কি আর?

তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির

বললাম, যেথায় থাকো সুখে থেকো কর্মবীর

মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত

সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ

আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে

শুটিং করব দেশপ্রেমের গান শিল্পীরা মিলে

শুটিং করতে গিয়েই ঘটলো এমন অঘটন

সবার দাবি করতেই হবে এবার নির্বাচন

এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই

সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই

যদি- হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে

আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে

হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম

মুসলিম সমাজ আপনাকে কি ভালো বাসে কম?

আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ

পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?

তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে

দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে

হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক

জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।

জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত

বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?

আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই

আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!