প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের ঢাকাস্থ হেয়ার রোডের সরকারী বাসভবনে বুধবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাত করেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান মাসুদ।
সাক্ষাতকালে সওজের নির্বাহী প্রকৌশলী খুলনা সড়ক বিভাগাধীন দিঘলিয়া(রেলিগেটে) আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়ক (জেড-৭০৪০) এর ১ম কিলোমিটার ভৈরব নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং বাঁধাসমূহ তুলে ধরেন।
৪ নং মহেশ্বরপাশা মৌজায় ভৈরব ব্রিজ নির্মাণের লক্ষে নগরীর মুহসিন মোড় হতে রেলিগেট পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ভূমি থাকায় উক্ত ভূমির উপর দিয়ে ভৈরব ব্রিজ, এপ্রোচ সড়ক ও ইন্টার সেকশন নির্মাণের জন্য উক্ত ভূমি প্রয়োজন হবে। যার পরিমান ৭ দশমিক ১১৩৬ একর /২.৮৮ হেক্টর। উক্ত ভূমি দ্রুত অধিগ্রহণের ব্যাপারে সওজ এর নির্বাহী প্রকৌশলী উপদেষ্টার সহযোগীতা কামনা করেন।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সওজের নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং ভৈরব সেতুর কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার ব্যাপারে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
রেলওয়ের ভূমির ব্যাপারে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন। সেই সাথে কাজের মান ঠিক রেখে নির্ভয়ে সেতুর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডঃ মসিউর রহমানের একান্ত সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডঃ মোঃ মঞ্জুরুল ইসলাম।
খুলনা গেজেট/ এস আই