খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ভেজাল আইসক্রিম বিক্রি, জরিমানা ৫০ হাজার 

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে কাজী ভ্যারাইটিস ষ্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গোবরদিয়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানার এ আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো ও মেয়াদবিহীন ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কাজী ভ্যারাইটিজ স্টোর উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়াই আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রি করছিলেন। এছাড়া ভুয়া নামের ভেজাল আইসক্রিমও ছিল তার দোকানে। তার দোকান থেকে বিপুল পরিমান ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে। সেই সাথে ব্যবসায়ী মো. ইলিয়াস কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!