যশোরে সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে ২ হাজার টাকা গ্রহনকালে জনগনের হাতে আটক প্রদীপ কুমার সাহার (৩৮) বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার রুপদিয়ার জয়দেব চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী থানায় দায়েরকৃত মামলায় বলেছেন, অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের বর্তমানে সদর উপজেলার রুপদিয়া বাজার সুরত আলীর ভবনের ভাড়াটিয়া রতন সাহার ছেলে প্রদীপ কুমার সাহার এলাকায় সাংবাদিকতার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। সুমন চক্রবর্তী তার মামা উত্তম এর ওষুধ ফার্মেসির দোকানে কাজ করে। প্রদীপ সাহা কিছুদিন পূর্বে সুমন চক্রবর্তীর দোকানের সামনে এসে বলে তাদের দোকানে বিদেশি ঔষুধ ও মেয়াদ উর্ত্তীণ ঔষুধ রয়েছে। এমন অভিযোগ তুলে ১৫ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে মোবাইল কোর্টের মাধ্যমে মোটা অংকের জরিমানা করার হুমকি দেয়। তিনি প্রদীপ সাহার দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর গত ২১ আগষ্ট দুপুর দেড়টায় প্রদীপ তার সহযোগী অজ্ঞাত ২/৩জন সুমন চক্রবর্তীকে রুপদিয়া বাজারের অনন্যা হোটেলের সামনে পেয়ে দাবিকৃত ১৫ হাজার টাকা চাঁদা চায়। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ভয়ভীতি দেখিয়ে সুমন চক্রবর্তীর পকেট হতে নগদ ২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন ও সংবাদকর্মীরা এসে প্রদীপ কুমার সাহাকে আটকে রাখে। পরে তাকে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা রেকর্ড হয়েছে।
খুলনা গেজেট / এমএম