প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও বাবার নামে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ এবং সেই সনদে চাকরি নেওয়ায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)এম এম জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদি হয়ে খুলনায় মামলাটি দায়ের করেন।
আশিকুর রহমান জানান, জামিল আহমেদ ভুয়া সনদে চাকরি নিয়ে বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাত করেছেন। যা দুর্নীত প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।
খুলনা গেজেট/হিমালয়