সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে ভুল করেনি বাংলাদেশের মেয়েরা। সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দারুণ এক ফুটবল খেলা উপহার দিয়ে তারা ভুটানকে হারিয়ে দেয় ৬-০ গোলে। বিশাল জয়ে জোড়া গোলের দেখা পান শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার পা থেকে।
ম্যাচের শুরুতেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের করা ভুল থেকে সুযোগ পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল পান তিনি। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিপা। মারিয়া মান্ডার পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তহুরা।
বিরতির পর খেলতে নেমেই গোলের দেখা পায় বাংলাদেশ। রিপার দুর্দান্ত শট রক্ষা করতে পারেননি ভুটানের গোলরক্ষক। ৬৮তম মিনিটে দলের স্কোরলাইন ৫-০ করেন ঋতুপর্ণা চাকমা। বাঁ পায়ের শটে সহজেই প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে ডি-বক্সের জটলায় বল পেয়ে ভুটানের জালে বল ভেড়ান মান্ডা। ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পথে সেমি-ফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকে আবার হারিয়ে দল বাড়িয়ে নিল আত্মবিশ্বাস। আগামী শুক্রবার বড় পরীক্ষা ভারতের বিপক্ষে।
খুলনা গেজেট/এএ