সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় বেশ সমালোচনায় রয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। এই সিনেমাটি ও চলমান ঘটনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে দেয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভিডিও ফাঁসের ঘটনা সিনেমায় কোনো প্রভাব ফেলবে না।
ভিডিও ফাঁসের ঘটনায় সিনেমার ওপর নেতিবাচক প্রভাব কি না এমন এক প্রশ্নের জবাবে সুনেরাহ বলেন, ‘আমি বিশ্বাস করি, তাতে সিনেমার ওপর প্রভাব পড়বে না। কারণ ওটা তেমন কোনো ঘটনাই ছিল না। বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণের একটি ভিডিও; যা আমার মাধ্যমে নয়, অন্য কেউ প্রকাশ করেছে। এ ধরনের ব্যক্তিগত ভিডিও যিনি প্রকাশ করেছেন, তিনি অন্যায় করেছেন। তারপরও ভিডিওতে বাজে কিছু শব্দ ব্যবহারের কারণে আমি দুঃখ প্রকাশও করেছি।’
বিষয় নিয়ে আর কিছু বলার আছে কি না জানতে চাইলে এই অভিনেত্রী আরও বলেন, ‘এ বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারও প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই।
‘আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটি আমি ডিজার্ভ করি না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।’
খুলনা গেজেট/এসজেড