জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবোদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ এ কর্মসূচী পালন করে।
বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে জড়ো হয় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে সড়কে উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার পাল, আজিজুর রহমান, সহ সভাপতি হেলাল কাজী, নুরুজ্জামান শরীফ, আনিচুর রহমান বাবর, মহিলা সম্পাদিকা শিমু বেগম নুপুর, সাংগঠনিক সম্পাদক মো : শামামী সিকদার, মো: জাভেদ ইকবাল, অর্থ সম্পাদক আরমান শেখ, সদস্য মো: মিরাজ আলী, কাজুলিযা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: হেমায়েত শেখ, উলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আল আমীন জনি বক্তব্য রাখেন।
এসময় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় ভাস্কর্য নির্মানের দাবী জানায়।
খুলনা গেজেট /এমএম