খুলনা, বাংলাদেশ | ১৯ আশ্বিন, ১৪৩০ | ৪ অক্টোবর, ২০২৩

Breaking News

  ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ২১
  ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭৯৯
  অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব

ভাষা নিয়ে পাকিস্তানকে খোঁচা, নাসিরউদ্দিনকে একহাত নিলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

ফের বিতর্কের মুখে পড়লেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার আর ‘কেরালা স্টোরি নয়’, বরং পাকিস্তান সম্পর্কে মন্তব্য করে কটাক্ষের শিকার হলেন তিনি। পাকিস্তানি অভিনেত্রী মানসা পাশা নাসিরুদ্দিনকে একহাত নিলেন টুইটারে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, নাসিরউদ্দিন এখন ব্যস্ত রয়েছেন ‘তাজ’ সিরিজের প্রচারে। আর এই সিরিজের প্রচারেই একের পর এক বেফাঁস মন্তব্য করছেন অভিনেতা।

তিনি বলেন, পাকিস্তানের মানুষেরা বালুচি, বারি, সিরাইকি, পুস্তুতেই বেশি কথা বলে। সিন্ধি ভাষায় কথা কেউ আর বলেন না।

নাসিরউদ্দিনের এই মন্তব্যেই আপত্তি তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী মানসা পাশা। এ নিয়ে এক টুইট বার্তায় অভিনেত্রী লেখেন, ‘নাসির একদম ঠিক কথা বলেন নি। মন্তব্য করার আগে খোঁজ নেয়া দরকার। আমি নিজে সিন্ধি। বাড়িতে সিন্ধি ভাষাতেই কথা বলি। অনেকেই বলেন।’

শুধু অভিনেত্রী মানসাই নয়, নাসিউদ্দিনের এই কথার বিরোধিতা করেছেন পাকিস্তানের নেটিজেনরাও।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!