খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ভালো ফল অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান

 নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা কৃতিত্বের সাথে ভাল ফলাফল করেছেন তাদেরকে মেধাবৃত্তি প্রদান করেছেন কেএমপি’র কমিশনার মোঃ মোজাম্মেল হক। সোমবার দুপুর সাড়ে ১২টায় কেএমপি হেডকোয়াটার্সের সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তি তুলে দেন তিনি।

কেএমপি থেকে জানা গেছে,  ২০২২ সালে এসএসসি’তে সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ফাতেমা নাইস মেঘা; তাবাচ্ছুম আফরিন; আফরিন মিম; সানজিদা ইসলাম সিলমী; নিগার নেহেরুমা; জান্নাতুল ফেরদৌস ইভা; জয় বিশ্বাস; সায়মা ইসলাম; মোঃ জিহাদ গাজী; শাহরুখ তরফদার; মোঃ মোজাফফর হোসেন রাজিব; হুমায়রা তাসনিম ঋতু; আব্দুল্লাহ আল ফারদিন; অর্ণি মিস্ত্রি; অংকন হালদার; মোসাঃ আসরোজা আবেদীন কথা; রুবিনা আক্তার মিতু; সরদার জান্নাতুল ফাতেমা অহনা; মোঃ এম.কে.আলম; লাইমা রহমান; শাহরিয়ার সামীম জয়; মোঃ রিদানুল ইসলাম; মোসাঃ কানিজ ফাতেমা; মোঃ মেহেদী হাসান; সুমাইয়া আক্তার; আবু জার গিফারী; উর্মি আক্তার; জান্নাতুল ফেরদৌস হৃদি; মোসাঃ নুসরাত জাহান; রাখি পূর্ণিমা রায়; তানজিনা তাবাসসুম কনা; সামিয়া ইয়াসমিন; মোঃ রাকিবুল হাসান রাতুল; আল মাহমুদা; জান্নাতুল ফেরদৌস এবং ২০২২ সালে এইচএসসি’তে সকল বিষয়ে A+ প্রাপ্ত ফাহমিদা তাসনিম মলি; মোঃ মাহফুজুর রহমান; নুসরাত জাহান; বঙ্কিমচন্দ্র সরকার; মোসা সুমাইয়া আক্তার ইভা; অমিত কুমার পালদের’কে ক্রেস্ট, সম্মানী অর্থ এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম,  ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  মোহাম্মদ আনোয়ার হোসেন , বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)  রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই)  এম.এম শাকিলুজ্জামান , ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি)  শেখ মনিরুজ্জামান মিঠু; এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!