ভারত ফেরত করোনা আক্রান্ত দুই বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্তরা হলেন ঠাকুরগা জেলা সদরের বালিয়াডাগী গ্রামের হাবিবার রহমান (৬০) ও একই জেলা সদরের পূর্বাপাড়া এলাকার হাবিবুল্লাহ সোহান (৫৫)।
বুধবার (৫ জানুয়ারি) সকালে তারা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের সাথে যাওয়া কামাল হোসেন বলেন, প্রায় তিন মাস আগে তারা চিকিৎসার জন্য ও অন্যান্য কিছু কাজ নিয়ে ভারতে যান। এরপর দেশে ফেরার জন্য করোনা পরীক্ষা করেন। এরপর গত সোমবার ফল আসে করোনা পজেটিভ। এখন করোনা চিকিৎসার জন্য বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যশোর হাসপাতালে পাঠাচ্ছে।
এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী বলেন, ভারত ফেরত দুইজন করোনা রোগী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে রেডজোনে রাখা হয়েছে। যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন আছে কিনা পরীক্ষা করা হবে। আমরা জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পুলিশ প্রশাসনকে বলে হাসপাতালের রেডজোন গেটে পুলিশি পাহারা বসানো হয়েছে।