ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে জংশন থেকে শুকনা মরিচের একটি চালান নিয়ে ইন্ডিয়ান পার্সেল ট্রেনের প্রথম চালান বেনাপোল বন্দরে রেল স্টেশনে এসে পৌঁছেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার প্রথম বেনাপোল বন্দর দিয়ে পার্সেল ট্রেনের যাত্রা শুরু হল। চাহিদা সাপেক্ষে ভারত থেকে আরও পার্সেল ট্রেন আসবে। এই সার্ভিস আগেই শুরু হতো। তবে বেনাপোল বন্দরের সার্বিক বিষয় তৈরীসহ সব ঠিক ঠাক করতে একটু সময় লেগেছে আমাদের।
রেলের এই কর্মকর্তা আরও বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে ভারতের সঙ্গে আমদানি-রফতানি সাময়িক বন্ধ থাকার পর আবার চালু করা হলেও সড়ক পথে সমস্যা হচ্ছিল। পরে ভারতীয় হাইকমিশনার এক ভিডিও কনফারেন্সে এ পার্সেল ট্রেন চালানোর প্রস্তাব করে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নঈম মিলন জানান, এই প্রথম একটি পার্সেল ট্রেন দুটি কনসারমেন্টে ৩৩৫ টন শুকনা মরিচ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুকনা মরিচের আমদানি কারক প্রতিষ্ঠান হলো রাফসান ট্রেডার্স, সাতক্ষীরা এবং হাফিজ কর্পোরেশন, ঢাকা। উক্ত আমদানি কারক প্রতিষ্ঠান দুটি এই প্রথম পার্সেল ট্রেনের মাধ্যমে ভারত থেকে পন্য আনল।