ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজের প্রথম টেস্ট শোচনীয়ভাবে হেরেছে ভারত । এরই মধ্যে অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে গেছেন। পিতৃত্বকালীন ছুটির কারণে পরবর্তী ম্যাচগুলোতে তিনি খেলবেন না। পেসার মোহাম্মদ শামিও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন।
সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের মতে, প্রথম একাদশে বদল না করলে অস্ট্রেলিয়ার মাটিতে আরো লজ্জা পেতে পারে ভারতীয় দল। তিনি বলেন, ‘মেলবোর্ন টেস্টে ভারতীয় ক্রিকেটারদের পুরো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। ভারতীয় বোলাররা চাইলে ব্যবধান গড়তে পারে। ফিল্ডিং নিয়ে আরো ভাবতে হবে। ফিল্ডিং সাজানো নিয়েও ভাবতে হবে। অ্যাডিলেডে টিম পেইন ও মার্নাস লাবুশানে দ্রুত আউট হতে পারতেন। আমরা ১২০ রানের লিড পেলে ম্যাচটা অন্যরকম হতো। কে এল রাহুলকে ফেরাতে পারলে ভালো হবে। শুভমন গিলকে পাঁচ বা ছয় নম্বরে খেলাতে হবে। পৃথ্বীর জায়গায় রাহুলকে খেলানো যেতে পারে। শুরুটা ভালো হলে সমস্যা কমবে বলে আমার মনে হয়।’
অ্যাডিলেড গোলাপি বলের টেস্টে জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে ভারত তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে গুটিয়ে যায়। তাই অনেক নাটকীয়তার পর তিন দিনেই দিবা-রাত্রির টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে ৮ উইকেটের জয়ে চার ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেছে টিম পেইনের দল।
এই সংস্করণে ভারতের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৪২ রান। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ড তাদের গুটিয়ে দিয়েছিল ১৭ ওভারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বনিম্ন স্কোর ছিল ৫৮ রান। ১৯৪৭ সালে ব্রিজবেনে এক ইনিংসে এই রান করেছিল ভারত।
খুলনা গেজেট/এ হোসন