খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২ মে নয়, আজই খু‌লে দেয়া হ‌চ্ছে কু‌য়ে‌টের হল : সি‌ন্ডি‌কে‌ট সভায় সিদ্ধান্ত
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

ভারতে সাতটি লোকসভা নির্বাচন শুক্রবার শুরু

গেজেট ডেস্ক

ভারতে সাতটি ধাপে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে।  শুক্রবার (১৯ এপ্রিল) এ নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। লোকসভার ৫৪৩ আসনের জন্য এ নির্বাচনকে বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে গণ্য করা হয়। খবর আল জাজিরা।

এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ, তাদের ভোটে বিজয়ী দল বা জোট পরবর্তী সরকার গঠন করবে। ৪৪ দিন ধরে ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোট গণনার পর আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

লোকসভা নির্বাচনে জাতীয় ও আঞ্চলিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ও প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ২৬ দলীয় জোট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইনডিয়া)।

স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। দ্বিতীয় ধাপের ভোট ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!