খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ভারতে শ্রদ্ধায় পালিত গান্ধীজীর ৭৪ তম হত্যা দিবস

কলকাতা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতির জনক ও অবিসংবাদী স্বাধীনতা সংগ্রামী মহত্মা গান্ধীর ৭৪ তম হত্যা দিবস পালন করা হল। সারাদেশে সরকারি- বেরকারী অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়।

শনিবার সকালে দিল্লির রাজঘাটে গান্ধীজীর সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

এছাড়া সচিবালয়ের সচিবরাও ছিলেন। এদিন রাজঘাটে গান্ধীজীর সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধূরী প্রমুখ।

এদিন দিল্লিতে আলাদাভাবে অল ইণ্ডিয়া কংগ্রেস কমিটি এ আই সি সি দিনটি মর্যাদার সঙ্গে পালন করে । এ উপলক্ষে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই সহ বিভিন্ন শহরে রক্তদান শিবির করে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, সারাদেশে ভারতের ধর্মনিরপেক্ষতা আজ গভীর সঙ্কটে । আজ তাকে রক্ষা করতে হলে গান্ধীজীর অহিংস নীতি আজো প্রাসঙ্গিক । এদিকে এদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।

এদিন তৃণমূল কংগ্রেস, ১৬ বাম ও সহযোগী দল এবং প্রদেশ কংগ্রেস দিনটি পালন করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, গান্ধীজী দেশের ধর্মনিরপেক্ষতার জন্য প্রাণ দেন। অন্যদিকে এদিন কংগ্রেস ও বামদলগুলি কলকাতার রামলীলা পার্ক থেকে বেলেঘাটা গান্ধীভবন পর্যন্ত একটি সম্প্রীতি মিছিল করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!