খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু, কিশোরগঞ্জে ৩ জন
  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

ভারতে বাঘের সংখ্যা বেড়ে ৩১৬৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে গত পাঁচ বছরে বাঘের সংখ্যা ৬.৭৪ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ১৬৭। ২০১৮ সালে সংখ্যাটি ছিল দুই হাজার ৯৬৭। সংরক্ষণ প্রকল্প ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তিতে গতকাল রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের মহীশুরে বাঘশুমারির এ তথ্য প্রকাশ করেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৬ সালে ভারতে এক হাজার ৪১১টি, ২০১০ সালে এক হাজার ৭০৬টি, ২০১৪ সালে দুই হাজার ২২৬টি এবং ২০১৮ সালে দুই হাজার ৯৬৭টি বাঘ ছিল। জরিপের ফলে দেখা গেছে, ২০০৬ সালের তুলনায় বর্তমানে বাঘের সংখ্যা ১২৪.৪৫ শতাংশ বেড়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, শক্তিশালী সংরক্ষণ ব্যবস্থাপনার ফলে গুজরাটে সিংহের সংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে সিংহের সংখ্যা ছিল ৫২৩। ২০২০ সালে তা ৬৭৪ হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!