ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা বাংলাদেশি এক তরুণীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তরুণীকে বেনাপোল বন্দরথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও তাকে গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব-অনটনের সুযোগে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাকে ভারতে পাচার করে। ভালো কাজ না দিয়ে প্রতারণা করা হয় তার সঙ্গে। পরে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে।
পরে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই-বাছাই করে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে এরা ফিরে এসেছে। এদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার।
খুলনা গেজেট/ এস আই