খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ভারতে দৈনিক আক্রান্ত নামল ৫০ হাজারের নীচে, কমল মৃত্যুও

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ৯১ দিন পর দৈনিক সংক্রমণ এতটা কম হল। ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বা়ড়তে মে মাসের শুরুতে ৪ লক্ষে পৌঁছে গিয়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে কমে নেমে এসেছে ৫০ হাজারের নীচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টাতে তা ৩৫২। কর্নাটক, তামিলনাড়ু এবং কেরলে তা ১০০-র আশপাশে। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু ৫০-এর কম রয়েছে।

দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন। সেই সঙ্গে দেশে টিকাকরণ চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন। একদিনে কোভিড টিকা পাওয়ার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!