ভারতের অন্ধ্র প্রদেশের হাওড়া-চেন্নাই লাইনে রোববার সন্ধ্যায় যাত্রীবাহী একটি ট্রেনের পেছনে আরেক ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিজয়ানগরম জেলার এ দুর্ঘটনায় আহত হন ৪০ জন। দুর্ঘটনার পর ১৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
সংবাদমাধ্যমটি জানায়, গতকাল সন্ধ্যায় আলামান্দা ও কন্টকাপাল্লে স্টেশনের মধ্যকার রেললাইনে দাঁড়ানো ছিল বিশাখাপত্তনম থেকে পলাসাগামী যাত্রীবাহী বিশেষ ট্রেন। ওই সময় বিশাখাপত্তনম থেকে রায়গড়গামী যাত্রীবাহী ট্রেন পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়। এর ফলে তিনটি বগি লাইনচ্যুত হয়।
বিজয়ানগরম জেলা প্রশাসক নাগালক্ষ্মী ১৩ জনের মৃত্যুর বিষয়টি জানান।
ওই জেলা প্রশাসন আরও জানায়, আহত ৪০ জনের সবার বাড়ি অন্ধ্র প্রদেশে, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ট্রেন দুর্ঘটনা পরিস্থিতি পর্যালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোদি নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন।
খুলনা গেজেট/এনএম