খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ভারতে আবারও একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর ফের এতটা কম হল দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ছাড়িয়ে গেল। সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নীচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লক্ষের নীচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন।

নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দেশে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর জেরে দেশে মোট মৃতের সংখ্যা হল ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। সংক্রমণে কিছুটা রাশ পড়তেই কমেছিল দৈনিক মৃত্যু। আড়াই হাজারের নীচেও নেমেছিল তা। কিন্তু গত ৫ দিন ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে দৈনিক মৃতের যে হিসাব দেওয়া হচ্ছে তা দেখে অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!