ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এসএসকেএম নামে ওই হাসপাতালটির জরুরি বিভাগের সিটি স্ক্যান বিভাগে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৯টি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, যে জায়গায় আগুন লেগেছে, সেখানে কোনো রোগী ছিলেন না। শুধু হাসপাতালের কয়েকজন কর্মী সেখানে অবস্থান করছিলেন। তবে তাদের সেখান থেকে বের করে আনা হয়।
ফায়ার সার্ভিস জানায়, জরুরি বিভাগের সামনেই ঘটনাটি ঘটায় উদ্বেগ তৈরি হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু আগুন উৎসস্থল কোথায়, তা এখনও স্পষ্ট নয়। অনুসন্ধানের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে উপস্থিত সামসের আলি খান নামে এক রোগীর আত্মীয় জানিয়েছেন, জরুরি বিভাগের সামনে প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। এরপরেই দেখা যায় দোতলা থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। দোতলার নিউ ক্যাজুয়ালটি ব্লক থেকে রোগীদের বের করে অন্যত্র স্থানান্তরিত করা হয়।
রাজ্যের মন্ত্রী এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস জানিয়েছেন, একটি স্ক্যান মেশিনে আগুন লাগে। ঘটনায় কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত পৌনে ১২টার দিকে আবার জরুরি বিভাগের পরিষেবা চালু করা হয়েছে।