খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

ভারতের প্রথম বাঙালি মুসলিম মহিলা তথ্যচিত্র নির্মাতার প্রয়াণ

কলকাতা প্রতিনিধি

স্বাধীন ভারতে প্রথম বাঙালি মুসলিম মহিলা তথ্যচিত্র নির্মাতা ও তথ্যচিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘দীবা প্রডাকশনস’ এর প্রতিষ্ঠাতা সাবিহা ইয়াসমিন (মমি) গত ৬ মে প্রয়াত হয়েছেন। রেখে গেছেন, স্বামী কাজী গোলাম গউস সিদ্দিকী ও একমাত্র কন্যা আবৃত্তিকার কাজী ফাইকা সিদ্দিকীকে। মৃত্যুকালে সাবিহার বয়স হয়েছিল ৫৩ বছর।

তাঁর পরিচালিত তথ্য চিত্রগুলির মধ্যে ‘নজরুলের জন্মভিটা’ অন্যতম জনপ্রিয়। দেশ বিদেশে প্রসংশা পেয়েছে ব্যাপকভাবে। এছাড়া তার পরিচালিত অন্যান্য তথ্যচিত্রের মধ্যে রয়েছে, বাংলার মুসলিম সমাজের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ‘সময়ের সরনিতে’, উঠতি মুসলিম জননেতা সৈয়দ রুহুল আমিনকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘সময়ের কাছাকাছি’ আর দক্ষিণ ২৪ পরগনার বিপন্ন দ্বীপ ঘোড়ামারাকে নিয়ে তৈরি ‘ঘোড়ামারা বিপন্নতা ও সম্ভবনাময় পর্যটন কেন্দ্র’।

এছাড়াও বিজ্ঞাপনমূলক বেশ কয়েকটি তথ্যচিত্র পরিচালনা করেন তিনি। তাঁর অসমাপ্ত ছবি বাংলার প্রথম প্রেস প্রতিষ্ঠাতা ও বহুমুখী প্রতিভার অধিকারী উইলিয়াম কেরি ও তার মিউজিয়াম নিয়ে একটি তথ্যচিত্র।

এছাড়াও তার স্বামীর পরিচালিত প্রতিটি তথ্যচিত্রে নানাভাবে যুক্ত থেকেছেন তিনি। যার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বই বাজার কলেজ স্ট্রিট নিয়ে ‘কলেজ স্ট্রিটের বইপাড়া’ পাথর চাপড়ির পীর দাতাবাবা নিয়ে ‘দাতাবাবা এক অনন্য মানব জমিন’ প্রভৃতি।

সাবিহা কবি নজরুল ইসলামের আত্মীয় পরিবারের আসেন বৌ হয়ে ১৯৯৯সালে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!