ভারতের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ। অর্থনীতি ধুঁকছে। পেট্রোপণ্য লাগামছাড়া। মানুষ খেতে পাচ্ছে না। আর বিজেপি এখন বিরোধী নেতাদের দিকে এজেন্সি লেলিয়ে দিতে বেশি ব্যস্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
মমতার ভাষায়, ভাত দেয়ার জো নেই, কিল মারবার গোসাঁই। কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, শ্রীলঙ্কায় গণবিদ্রোহ দেখেও এদের হুঁশ ফিরছে না। বিজেপি ব্যস্ত বিরোধী নেতাদের দিকে সিবিআই, ইডি কিংবা ইনকাম ট্যাক্স লেলিয়ে দিতে। দেশের মানুষের কথা না ভেবে এরা ভাবছে বিরোধীদের কীভাবে শায়েস্তা করা যায়।
রাজ্যপাল জগদীপ ধন খরকেও আক্রমণ করেন মমতা। বলেন, অর্থবিল রাজ্যপালের কাছে পাঠালে তাতে সই দিতে উনি পাঁচদিন দেরী করেন। ওর কাজই হচ্ছে রাজ্য সরকারের বিরোধিতা করা। রাজ্যপাল যেন বিজেপির মুখ। যে পদে সব থেকে নিরপেক্ষতা থাকা উচিত, সেই পদটাই পক্ষপাতদুষ্ট। মমতা কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান, দেশের এই দুর্দিনে সবাই মিলে অবস্থার মোকাবিলা করার জন্য।
খুলনা গেজেট/ এস আই